ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সাটুরিয়ায় হেরোইনসহ তিন মাদক কারবারি আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
সাটুরিয়ায় হেরোইনসহ তিন মাদক কারবারি আটক 

মানিকগঞ্জ: মানিকগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চার লাখ দশ হাজার টাকা মূল্যের হেরোইনসহ তিন জনকে আটক করেছে।  

বুধবার (১৪ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ মো. মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

আটকরা হলেন- সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকার মনির উদ্দিনের ছেলে হানিফ মিয়া (৪০), মজনু মিয়ার ছেলে আল আমিন (৩০) ও মোজাফফর আলীর ছেলে শামীম হোসেন (৩২)।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, এই তিনজন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জরিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে জেলার সাটুরিয়া থানাধীন গোলড়া সাকিনস্থ জনৈক মনির উদ্দিন ওরফে মনু মিয়ার বসতবাড়ির উঠান হেরোইনসহ তাদের আটক করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাটুরিয়া থানায় ১টি মামলা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।