ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ভেজালমুক্ত খাদ্যের দাবিতে রাস্তায় গৃহিণীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
ভেজালমুক্ত খাদ্যের দাবিতে রাস্তায় গৃহিণীরা

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবি জানিয়ে সড়কে মানববন্ধন করেছেন শতাধিক নারী। এ সময় তারা ভেজালমুক্ত খাদ্যের দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, খাদ্য মানুষের মৌলিক অধিকার। আর এ খাদ্যের মধ্যে ভেজাল করা হচ্ছে। শিশুসহ গর্ভবতী নারীরা ভেজাল খাদ্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। খাবারে মেশানো ক্ষতিকর কেমিক্যাল নীরব ঘাতক হিসেবে অবস্থান করছে। তাই অবিলম্বে খাদ্যে ভেজালমুক্ত করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

ভাদাইলের বাসিন্দা গৃহিণী মরিয়ম আক্তার মুক্তা বলেন, আমাদের যে শিশুরা ও গর্ভবতী মা আছে তারা ভেজাল খাবারে ভিড়ে পুষ্টিকর খাবার পাচ্ছে না। আমরা সবাই যেন সচেতন হয়ে ভেজাল মুক্ত খাবার পরিহার করতে পারি এ লক্ষ্যেই আজকের মানববন্ধন।

এ সময় কারিতাস উদ্যম প্রকল্পের গণকবাড়ি শাখার ইউনিট অফিসার দিলদার হোসেন, সুমন জন রোজারিও, অগাস্টিন মিন্টু, আইন ও মানবাধিকার কর্মী মীরজাহান খান শাহীন, ভার্কের প্রতিনিধি মানব মণ্ডলসহ বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় শতাধিক নারী মানববন্ধনে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এসএফ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।