ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মৈত্রী এক্সপ্রেসে মিলল সাড়ে চার কোটি টাকার স্বর্ণ, আটক ৮

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
মৈত্রী এক্সপ্রেসে মিলল সাড়ে চার কোটি টাকার স্বর্ণ, আটক ৮

ঢাকা: ঢাকা থেকে কলকাতাগামী ‘মৈত্রী এক্সপ্রেস’ ট্রেন থেকে সাড়ে চার কোটি টাকা মূল্যের স্বর্ণসহ আট যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা অধিদফতর।

বুধবার (১৪ ডিসেম্বর) কাস্টমস গোয়েন্দা অধিদফতর সূত্র এ তথ্য জানিয়েছে।

 

আটকরা হলেন- মো. সোহেল রানা (৪৭), বিল্লাল বেপারি (৫২), তাজবির আহমেদ (৩৮), নাজমুল হাসান নীরব (৩০), মো. শাহে আলম (৪০), মো. নাদিম (৪১), সুলতান চৌধুরী (২৬), ও মো. সুমন (৩৬)।  

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালকের নির্দেশনা ও উপ-পরিচালক মো. শাকিল খন্দকার ও আহমেদুর রেজা চৌধুরীর নেতৃত্বে বুধবার আনুমানিক সকাল সাড়ে ৬টার ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে (ট্রেন নং-৩১১০) কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের টহল টিম গোয়েন্দা নজরদারি ও চিরুনি অভিযান পরিচালনা করে। sএ সময় ৮ বাংলাদেশি যাত্রীর দেহ তল্লাশী করে ও পায়ুপথে ৫৫টি স্বর্ণের বার বা ৬.৫৪৭ কেজি স্বর্ণ আটক করা হয়। এ স্বর্ণের আনুমানিক বাজার মূল্য সাড়ে চার কোটি টাকা।  

আটক স্বর্ণের বার ঢাকা কাস্টম হাউসে জমা দিয়ে কাস্টমস আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে কাস্টমস সূত্র।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২ 
এসএমএকে


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।