ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মধ্যরাতে মোমবাতির আলোয় আলোকিত স্মৃতি ৭১ চত্ত্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
মধ্যরাতে মোমবাতির আলোয় আলোকিত স্মৃতি ৭১ চত্ত্বর

বরিশাল: শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে বরিশালে শহীদ বু‌দ্ধিজীবী দিবস পা‌লিত হচ্ছে। বুধবার (১৪ ডিসেম্বর) রাত ১২টা ১ মি‌নি‌টে নগরের ওয়াপদা কলোনিতে মু‌ক্তিযুদ্ধার সময় নির্যাতন কেন্দ্র ও বধ্যভূমির স্মৃতি ৭১ স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানায় বিভিন্ন স্তরের মানুষ।

শুরুতে ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র ও মহানগর আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহর নেতৃ‌ত্বে মহানগর আওয়ামী লীগ ফু‌লেল শ্রদ্ধা নি‌বেদন ক‌রেন। প‌রে জেলা আওয়ামী লীগসহ বি‌ভিন্ন সামা‌জিক ও সাংস্কৃ‌তিক সংগঠন শ্রদ্ধা জানায় স্মৃতি-৭১ এ।

এদিকে শ্রদ্ধা নি‌বেদ‌নের পর শহীদ বু‌দ্ধিজীবী‌দের স্মরণে ব‌রিশাল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মীরা স্মৃতি ৭১ চত্ত্বরসহ গোটা নির্যাতন কেন্দ্র ও টর্চার সে‌লে মোমবা‌তি প্রজ্বলন ক‌রেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।