ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে অসহায় শীতার্তদের মধ্যে কম্বল সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
রাঙামাটিতে অসহায় শীতার্তদের মধ্যে কম্বল সহায়তা

রাঙামাটি: রাঙামাটিতে বালুখালী ইউনিয়নের উদ্যোগে অসহায় ৪৯০ জন শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।  

বুধবার (১৪ ডিসেম্বর) সকালের দিকে ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ের প্রাঙ্গণে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা।

বালুখালী ইউনিয়নের চেয়ারম্যান অমর কুমার চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা, রাঙামাটি সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নতুন কুমার ত্রিপুরা।

সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার। দেশের তৃনমূল পর্যায়ে সরকার উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছে। পার্বত্য জেলা রাঙামাটিতেও যে উন্নয়ন হয়েছে তা অতীতের সব উন্নয়নের রেকর্ড ভেঙে গেছে। এটাই আওয়ামী লীগ সরকারের বড় চমক।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।