ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় জমিতে পড়েছিল কৃষকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
আগৈলঝাড়ায় জমিতে পড়েছিল কৃষকের মরদেহ প্রতীকী ছবি

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ গ্রামে জমি থেকে এনামুল হাওলাদার (৩৪)  নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে নিজ জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত এনামুল ওই গ্রামের বাসিন্দা।  

আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে এনামুল বাড়ির পাশে নিজ জমিতে কাজ করছিলেন। এর কিছু সময় পর জমিতে এনামুলকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ওই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইসলাম পরিবারের বরাত দিয়ে জানান, এনামুল মৃগী রোগে আক্রান্ত ছিলেন। জমিতে হাটু পানির মধ্যে কাজ করতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে থাকতে পারেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এসএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।