ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
শেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শেরপুর: শেরপুরে পতাকা  উত্তোলন ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

এ উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় এবং কালো পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক।

এসময় দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এসময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

সকাল ১১টায় জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোক্তাদিরুল আহমেদের সঞ্চালনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

এতে প্রধান অতিথির বক্তব্য দেন হুইপ মো. আতিউর রহমান আতিক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যাড অ্যাপস) সোহেল মাহমুদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ জেড মোরশেদ আলী, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস, প্যানেল মেয়র নজরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার এ এস এম নুরুল ইসলাম হিরো, সদর উপজেলার সাবেক কমান্ডার অ্যাডভোকেট মোখলেসুর রহমান আকন্দসহ অনেকে।  

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।