ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে সম্মাননা পেলেন ৩০০ বীর মুক্তিযোদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
সাভারে সম্মাননা পেলেন ৩০০ বীর মুক্তিযোদ্ধা

সাভার (ঢাকা): মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে সাভারের আশুলিয়ায় ৩০০ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে আশুলিয়ার বাইপাইলে এলাহী কমিউনিটি সেন্টারে ‘ধামসোনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড’ এই আয়োজন করে।

অনুষ্ঠানে প্রায় ৩শ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে সম্মাননা হিসেবে উপহার সামগ্রী দেওয়া হয়। এর আগে আয়োজন করা হয় মতবিনিময় সভা। এতে মুক্তিযোদ্ধাসহ তাদের পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।

বীর মুক্তিযোদ্ধা অনারারি ক্যাপ্টেন আব্দুস সোবাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এসএফ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।