ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবক নিহত

যশোর: যশোরের মনিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন।  

বুধবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মনিরামপুর-রাজগঞ্জ সড়কের কাশিপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, মনিরামপুর উপজেলার মাছনা গ্রামের নাহিদ হোসেন (২২) ও মোহনপুর গ্রামের শিহাব হোসেন (১৮)। খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ দুটি উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।  

মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ারম্যান রাতুল মোল্লা বলেন, রাতে দুই যুবক একটি মোটরসাইকেলে চড়ে রাজগঞ্জের দিক থেকে মনিরামপুরে যাচ্ছিলেন। পথে কাশিপুর বটতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু সঙ্গে আঘাত লাগে। এতে তারা ছিটকে সড়কের পাশের খেজুর গাছের সঙ্গে ধাক্কা খায় এবং ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।  

মনিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, দুই যুবকের মৃত্যুর ঘটনা জেনে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।