ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
মাগুরায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১

মাগুরা: মাগুরায় ঢাকা-খুলনা মহাসড়ের সীমাখালী বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে একটি বাস ধাক্কা দিলে ওই বাসের এক যাত্রী নিহত হন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম মো. আলী (৫০)। তিনি নরসিংদী জেলার সানের বাড়ি গ্রামের সাহাজ উদ্দিনের ছেলে।

দুর্ঘটনায় বাসের আরও তিন যাত্রী আহত হয়েছেন। তারা হলেন, লিয়াদ হোসেন (৩৪), মো. আমির হোসেন (২৭) ও শান্ত মোল্লা (২৫)। আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

মাগুরা শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিসারুল ইসলাম বলেন, মামুন পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে নরসিংদী থেকে যশোরের উদ্দেশে আসছিল। সীমাখালী এলাকায় এসে বাসটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়।  

তিনি বলেন, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ বলেন, ভোরে সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। আহত হয়ে তিনজন ভর্তি হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।