ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

চুয়াডাঙ্গা: উত্তর থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার (১৪ ডিসেম্বর) তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রার পারদ নামছে। সূর্য উঠলেও উত্তরের হিম বাতাসের আর্দ্রতায় শীতের তীব্রতা ব্যাপক। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশা মোড়ানো থাকছে গোটা এলাকা।  

এতে প্রান্তিক জনপদ পড়েছে বিপাকে। সাধারণ মানুষও শীতের তীব্রতায় কষ্ট পাচ্ছেন। বেলার দিকে সরেজমিনে কয়েকটি এলাকায় গিয়ে কুয়াশা দেখা গেছে। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার কারণে পরিবহন চলাচলে ব্যাঘাত ঘটেছে। বাজারগুলোয় মানুষের ভিড় ছিল কম।

ধীরে ধীরে তাপমাত্রা কমায় শীতের তীব্রতা বাড়বে। শৈত্যপ্রবাহ এখনও শুরু হয়নি। আগামী বেশ কয়েকটি প্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।