ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে হেরোইনসহ আটক ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
টাঙ্গাইলে হেরোইনসহ আটক ১ 

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে ৮৫০ গ্রাম হেরোইনসহ সাকিবুল হাসান (৩১) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান।

আটক সাকিবুল নাটোরের গুরুদাসপুর থানার সিধুলী গ্রামের জাকির শাহ’র ছেলে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, র‌্যাব-১৪ এর ৩ নম্বর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে ঘাটাইল উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড থেকে ৮৫০ গ্রাম হেরোইনসহ সাকিবুলকে আটক করা হয়। এ ঘটনায় তার নামে র‌্যাবের উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঘাটাইল থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে আসামিকে ঘাটাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।