ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত আটক দেশীয় অস্ত্রসহ আটক ডাকাত দলের ১০ সদস্য

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে রামদা-চাপাতি ও ছুরিসহ ১০ ডাকাতকে আটক করেছে পুলিশ।  

বুধবার (১৪ ডিসেম্বর) রাত দেড়টার দিকে তাদের আটক হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।  

গ্রেফতাররা হলো- ফেনীর শুভ (২২), বরিশালের জাকারিয়া হাসান বসুরী (২২), গাজীপুরের মো. মেহেদী হাসান জনি (২৮), নবীন ইসলাম সোহেল ওরফে সুরুজ (২১), মো. শফিকুল ইসলাম ফয়সাল (৩০), জামালপুরের রমজান (১৯), ময়মনসিংহের মো. রায়হানুল ইসলাম রিয়াদ (২৬), শুভ (১৯), শেরপুরের শামীম (৩০) ও রাজবাড়ীর তুহিন (২০)।  

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন আমতলী সাহারা মার্কেট এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১টি রামদা, ২টি চাপাতি ও ৫টি ছুরি উদ্ধার করা হয়।  

দীর্ঘদিন ধরে তারা টঙ্গীর স্টেশন রোড ও টঙ্গী বাজার এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে লোকজনের কাছ থেকে মোবাইল, টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৩৫, ডিসেম্বর ১৫, ২০২২।  
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।