ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে বাসের ধাক্কায় বাইকার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
দিনাজপুরে বাসের ধাক্কায় বাইকার নিহত

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে বাসের ধাক্কায় টুটুল দত্ত (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার দেবীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত টুটুল দত্ত চিরিরবন্দর উপজেলার ভারাইপাড়া দক্ষিণ নগর এলাকার কেশব দত্তের ছেলে। তিনি পেশায় একজন পান-সুপারি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, বৃহস্পতিবার সকালে পান-সুপারি কিনতে বাসা থেকে মোটরসাইকেলে করে সৈয়দপুর যাচ্ছিলেন টুটুল। পথে দেবীগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।