ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

রায়পুরে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
রায়পুরে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে ৪০০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়।

 

গ্রেফতাররা হলেন- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ রূপসা ইউনিয়নের কাউনিয়া গ্রামের আমির উদ্দিন ভূঁইয়া বাড়ির মৃত মকবুল হোসেনের ছেলে মেহেদী হাসান রহমত (২৪) ও রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের হাওলাদার বাড়ির মো. শাহজাহানের ছেলে আবু তালহা শুভ (২৫)। এদের মধ্যে মেহেদীর নামে ফরিদগঞ্জ থানায় মাদকের একটি মামলা রয়েছে।  

জানা গেছে, মেহেদীকে ৩০০ ইয়াবাসহ বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের উত্তর দেনায়েতপুর এলাকার ছোট বয়াতি বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। এদিন রাতে শুভকে ১০০ ইয়াবাসহ উত্তর রায়পুর গ্রামের ইউসুফ বেপারি বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়েছে।  

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বাংলানিউজকে বলেন, গ্রেফতার ওই দু’জনের নামে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। ওই মামলায় বৃহস্পতিবার দুপুরের তাদের আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।