ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বিজয় দিবস উপলক্ষে নওগাঁয় শিশু একাডেমীর পুরস্কার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
বিজয় দিবস উপলক্ষে নওগাঁয় শিশু একাডেমীর পুরস্কার বিতরণ

নওগাঁ: মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে শিশু একাডেমী।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) এ উপলক্ষ‍্যে দিনব‍্যাপী শিশুদের দেশাত্ববোধক সংগীত, চিত্রাঙ্গন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এরপর বিকেল ৩টায় শিশু একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। এ সময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার হারুন অল রশিদ এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন।

পরে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ‍্যে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।