ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

পানছড়িতে অস্ত্র-গুলিসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
পানছড়িতে অস্ত্র-গুলিসহ যুবক আটক

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়ি বাজার থেকে অস্ত্র ও গুলিসহ সৈকত চাকমা (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে পানছড়ি বাজারের কলাবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক সৈকত চাকমা স্থানীয় অক্ষয় পাড়া এলাকার এল্লোবানা চাকমার ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি বাজারের কলাবাগান এলাকায় অভিযান চালায় পুলিশ। সৈকত চাকমা পুলিশের উপস্থিতি দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ তাকে ধাওয়া করে কলাবাগান ব্রিজ থেকে আটক করে। তল্লাশিকালে তার কোমর থেকে একটি সেভেন এমএম পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার কর হয়।

বিষয়টি নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম বলেন, আটক যুবক ইউপিডিএফ মূল দলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জেনেছি। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এডি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।