নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নয়নশ্রী ইউনিয়নে ফসলি জমির মাটিকাটা বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার বিলপল্লী এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাটিকাটা বন্ধ করা হয়।
অভিযান পরিচালনা করেন- নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রট মো. আ. হালিম।
জানা যায়, নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লী এলাকায় গদু ফকিরের দুই ছেলে ফেরদৌস ও আলমগীর প্রায় ৫ একর কৃষি জমির শ্রেণি পরিবর্তন করে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে মাটি কাটছিলেন। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রট মো. আ. হালিম। পরে মাটি ও বালু কাটার ৪টি মেশিন জব্দ করেন। এবং মাটি কাটায় নিষেধাজ্ঞা দেন।
এ বিষয়ে ম্যাজিস্ট্রট মো. আ. হালিম বলেন, কোনোভবেই ফসলি জমির মাটি কাটা বা শ্রেণি পরিবর্তন করা যাবে না। কেউ এ অবৈধ কাজের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
জেডএ