সাভার (ঢাকা): মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তাদের শ্রদ্ধা নিবেদনের পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে সৌধ এলাকা সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর আগে, সকাল ৬টা ৩০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
সরেজমিনে দেখা দেখা যায়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গাড়িবহর বের হয়ে যাওয়ার পরপরই সৌধ এলাকা উন্মুক্ত করে দেওয়া হয়। পরে বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ সৌধ প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রবেশ করতে থাকেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বিজয় দিবসে দেশের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ এসে শ্রদ্ধা নিবেদন করবে। তাই সৌধ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
মহান বিজয় দিবসের আগের দিন সকাল থেকেই জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ ও র্যাব।
বাংলাদেশ সময়: ৭০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২২
এসএফ/আরএইচ