ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলিসিয়াস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২২
চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলিসিয়াস

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় হঠাৎ করেই গেল দুইদিন হিমেল হাওয়ার পাশাপাশি শীতের প্রকোপ বেড়েছে। এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এটি বর্তমানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল বৃহস্পতিবারও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

এদিকে বেলা বাড়লেও উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে কয়েকগুন। বেলা গড়ালে সূর্যের দেখা মিললেও তাতে নেই কোনো উত্তাপ। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষরা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান, শুক্রবার সকাল ৯টায় জেলায় তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সামনে একাধিক শৈত্যপ্রবাহের শঙ্কা রয়েছে। এছাড়া চুয়াডাঙ্গার আকাশ মেঘাচ্ছন্ন ও কুয়াশাচ্ছন্ন থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।