ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ভাটারা থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
ভাটারা থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার গ্রেফতার আসামি

ঢাকা: ঢাকার ভাটারা এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক  এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। ওই ব্যক্তির নাম মো. শহিদুল ইসলাম (৪৫)।

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে ভাটারা থানার খিলবাড়ীর টেক পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় ধর্ষণ মামলা হওয়ার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি।

আরিফ মহিউদ্দিন বলেন, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
এমএমআই/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।