ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

স্ত্রীর বদলি নিয়ে শিক্ষা কর্মকর্তাকে মারধর, শ্রমিক লীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
স্ত্রীর বদলি নিয়ে শিক্ষা কর্মকর্তাকে মারধর, শ্রমিক লীগ নেতা গ্রেফতার

বরগুনা: বরগুনা সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে মারধরের অভিযোগে সদর উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম পলাশকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাতে বরগুনা সদর থানায় মামলা করেন মো. আরিফুজ্জামান (৪৩) নামের ওই কর্মকর্তা।

অভিযোগে উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, এখন শিক্ষা অফিসের সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন হয়। বিধি অনুযায়ী, শহিদুল ইসলাম পলাশের স্ত্রীর বদলির আবেদন বাতিল হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে আমাকে অপহরণ করে মারধর করেন ওই ব্যক্তি। পরে ব্যবসায়ীদের সহায়তায় বরগুনা সদর হাসপাতালে ভর্তি হই এবং রাতে সদর থানায় মামলা দায়ের করি। আমি আমার নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বলেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, এর আগে ওই ব্যক্তি আমার কার্যালয়ে এসেও আমার সঙ্গে জবরদস্তি করার চেষ্টা করেন। বিষয়টি আইন অনুযায়ী সমাধান হবে।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।