ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীর সাংবাদিক আনোয়ার আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
নোয়াখালীর সাংবাদিক আনোয়ার আর নেই

নোয়াখালী: নোয়াখালী সিনিয়র সাংবাদিক আনোয়ারুল হক আনোয়ার (৬৩) মারা গেছেন। তিনি দৈনিক ইনকিলাবের নোয়াখালী ব্যুরো প্রধান ও নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে নোয়াখালীর জেলা শহর মাইজদীর একটি প্রাইভেট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় নোয়াখালী প্রেসক্লাবে প্রথম জানাজা এবং বেলা ১১টা তার নিজ গ্রাম নোয়াখালী পৌরসভার বদরীপুর আবদুল লতিফ কন্ট্রাক্টর মসজিদে দ্বিতীয় জানাজা হওয়ার কথা রয়েছে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে বৃহত্তর নোয়াখালীর সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের মৃত্যুতে নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানসহ অনেকে শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।