ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ইজিবাইক ও মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী ছিব্বির মোল্লা হৃদয় (১৫) নিহত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের রাতকান্দি গ্রামে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত ছিব্বির ওই গ্রামের মো. মনির হোসেন মোল্লার ছেলে। সাজাইল গোপী মোহন উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল ।

কাশিয়ানী থানার এসআই ইরানুল ইসলাম জানিয়েছেন, দুপুর ১২টার দিকে ছিব্বির সাজাইল থেকে মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী হরিদাসপুর গ্রামের দিকে যাচ্ছিল। পথেমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে সে ঘটনাস্থলেই নিহত হয়।

পুলিশ কর্মকর্তা আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ওই এসএসসি পরীক্ষার্থীর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘন্টা, ডিসেম্বর ১৭, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।