রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের বাঁকড়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাঁকড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত দেদার হোসেনের ছেলে আবদুল আজিজ (৫০) ও জেকের আলী ছেলে আকরাম আলী (৫৫)। নিহত দুই ভাই দুপক্ষের।
আহতরা হলেন- আনসার আলীর ছেলে সোহেল রানা (৩৫), শহিদুল ইসলাম (৫০), জাহিদুল ইসলাম সুমন (২৩)। তারা নিহত আকরাম আলীর লোকজন। অপর নিহত আবদুল আজিজের লোকজন হলেন- দাউদ আলী (৪২) ও ইয়াকুব আলী (৩৫)।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সন্ধ্যায় নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আড়াই বিঘা জমি নিয়ে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার বসেও মীমাংসা হয়নি। মীমাংসায় বসলে এক পক্ষ মেনে নেয় তো অন্যপক্ষ মানে না। এ নিয়ে দীর্ঘদিনের বিরোধ তাদের মধ্যে।
সর্বশেষ শনিবার বিকেলে জমিতে সার দিতে যান আকরাম আলী। তাতে বাধা দেন আবদুল আজিজ। এ নিয়ে দুই চাচাতো ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আরও লোকজন এলে তারা পরস্পর রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের এক পর্যায়ে তারা গুরুতর আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে যায়। এর মধ্যে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম জানান, এ ঘটনায় দুপক্ষের দুজন নিহত হয়েছেন। এছাড়া আহতদের রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে। তাই এখনও ওই গ্রামে পুলিশ রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
রাজশাহীর চারঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রণব কুমার জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে আজিজুর ও আকরামের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুপক্ষের আরও কিছু লোকজন জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে দুপক্ষের তারা আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় চিকিৎসক আজিজুর ও আকরামকে মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসাধীন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
এসএস/আরবি