ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ভারত আমাদের প্রকৃত বন্ধু: এমপি বাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
ভারত আমাদের প্রকৃত বন্ধু: এমপি বাহার কুমিল্লায় পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার

কুমিল্লা: কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, জিয়াউর রহমান ১৩০০ মানুষকে হত্যা করেছেন। এর মধ্যে আমার একজন ভাইও আছেন।

আমার ভাইয়ের লাশটিও খুঁজে পাইনি। তাকে কোথায় কবর দেওয়া হয়েছে, তাও জানি না।  

শনিবার (১৭ ডিসেম্বর) কুমিল্লায় পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।  

তিনি বলেন, ভারত আমাদের প্রকৃত বন্ধু। মুক্তিযুদ্ধে যারা আমাদের বিরোধিতা করেছে, তারাই বঙ্গবন্ধুকে হত্যায় সহায়তা করেছে। আজ তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে মরিয়া।  

পুলিশ লাইনস মাঠে পুলিশ সুপার আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, জজকোর্টের পিপি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম সেলিম ও বীর মুক্তিযোদ্ধা সফিউল আহমেদ বাবুল।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সময়ে কুমিল্লায় কর্মরত থেকে যুদ্ধে অংশ নেন এমন ২৪৬ জন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কনস্টেবল ও কর্মচারীকে সংবর্ধনা দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।