ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

বাইসাইকেলে কাঠমান্ডু থেকে ঢাকার পথে জার্মান রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
বাইসাইকেলে কাঠমান্ডু থেকে ঢাকার পথে জার্মান রাষ্ট্রদূত

ঢাকা: নেপালে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত টমাস প্রিঞ্জ বাইসাইকেলে করে কাঠমান্ডু থেকে ঢাকার পথে রওয়ানা দিয়েছেন। তিনি ইতোমধ্যেই বাংলাদেশে প্রবেশও করেছেন।

মূলত স্ত্রীর সঙ্গে ছুটি কাটাতে তিনি ঢাকায় আসছেন।

টমাস প্রিঞ্জ রোববার (১৮ ডিসেম্বর) এক টুইটার বার্তায় বলেন, বাংলাদেশে সাইকেলে করে প্রবেশ করেছি। এদেশের অনেক মানুষ আমাকে স্বাগত জানিয়েছেন। এর মধ্যে অনেক বাংলাদেশি সাংবাদিকও ছিলেন।

সূত্র জানায়, গত ১০ ডিসেম্বর কাঠমান্ডু থেকে বাইসাইকেল চালিয়ে ঢাকার পথে রওয়ানা দেন টমাস প্রিঞ্জ। গত ১৬ ডিসেম্বর তিনি দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। প্রতিদিন ১২৫ কিলোমিটার বাইসাইকেল চালাচ্ছেন তিনি।

টমাস প্রিঞ্জ ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় এক বাংলাদেশি নারীকে বিয়ে করেন তিনি। স্ত্রীর সঙ্গে ছুটি কাটাতেই বাংলাদেশে এসেছেন। মূলত শখের বশেই কাঠমান্ডু থেকে বাইসাইকেলে করে ঢাকা আসছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
টিআর/এসএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।