ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ দুর্ঘটনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ দুর্ঘটনা

মুন্সিগঞ্জ: ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পৃথক তিন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

 

বোরবার (১৮ ডিসেম্বর) ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।  

জানা গেছে, মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার পদ্মা সেতু রেলস্টেশন এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

এছাড়া ঘন কুয়াশায় কারণে শ্রীনগর উপজেলা সমষপুর এলাকায় দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। তবে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর ইসলাম।  

তিনি জানান, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে। তবে, এতে কেউ হতাহত হননি।  

অন্যদিকে, জেলা সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী টোলপ্লাজর সামনে একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাক। এতে গাড়ির ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা শোনা যায়নি বলে জানান হাষাড়া হাইওয়ে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।