মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সড়কের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা ৩০টি স্থাপনা উচ্ছেদ করেছে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
রোববার (১৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী সড়কের পাশের এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এসময় নারায়ণগঞ্জ সওজের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সওজের ঢাকা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট
মাইন উদ্দিন।
তিনি জানান, ভবেরচর বাসস্ট্যান্ডের ঢাকামুখী সড়কের পাশের প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এসময় নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএম রাশেদুল ইসলাম, উপ বিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন ও গজারিয়া থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
এসআই