ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো বিজয় সন্ধ্যা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো বিজয় সন্ধ্যা

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বিজয় সন্ধ্যা ২০২২’।

শনিবার (১৭ ডিসেম্বর) সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের আয়োজনে এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে ‘বিজয় সন্ধ্যা ২০২২’ অনুষ্ঠানটি সাজানো হয়।  

‘বিজয় সন্ধ্যা ২০২২’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।  

এছাড়া সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অনুষ্ঠানটি উপভোগ করেন।

অনুষ্ঠানটি সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়ে রাত ১২টায় শেষ হয়।

বিজয় দিবসের এ আয়োজনের টাইটেল স্পন্সর বিবিএস ক্যাবলস ও পাওয়ার্ড বাই স্পন্সর সাউথইস্ট ব্যাংক লিমিটেড। সম্পূর্ণ আয়োজনটি পরিচালনা করে বাংলাদেশের অন্যতম প্রধান ইভেন্ট প্রতিষ্ঠান সাস।  

প্রায় ১৫ হাজার দর্শকের উপস্থিতিতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘বিজয় সন্ধ্যা ২০২২’ অনুষ্ঠানে দেশের জনপ্রিয় শিল্পী জেমস, মমতাজ, ফিডব্যাক, কনা, ঐশী, মিনার সঙ্গীত পরিবেশন করেন।

দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ।

আধুনিক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী তমা মির্জা।

অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক ইমন ও শখ। উপস্থাপনায় আরও ছিলেন ফেরদৌস বাপ্পি ও তাবাসসুম প্রিয়াঙ্কা।

‘বিজয় সন্ধ্যা ২০২২’ অনুষ্ঠানের শুরুতে আকর্ষণীয় লেজার প্রদর্শনী ও শেষে দৃষ্টিনন্দন আতশবাজি প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।