বরিশাল: ‘থাকব ভালো রাখব ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’ প্রতিপাদ্যে র্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান মধ্য দিয়ে বরিশালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন এবং জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের আয়োজনে বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসুচনা করা হয়।
বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে র্যালিটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা, চেক বিতরণ, পুরস্কার বিতরণী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, এক কোটির বেশি অভিবাসী বিদেশে রয়েছেন। তাদের মধ্যে অর্ধেকের বেশি রয়েছেন কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়া। এ কারণে প্রশিক্ষণ ছাড়া প্রবাসীরা নানা সমস্যায় ভুগছেন। এসময় বিদেশ গমনেচ্ছু কর্মীদের প্রশিক্ষণ ও ভাষা রপ্ত করে বিদেশ যাওয়ার জন্য তিনি পরামর্শ দেন।
বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী হাসান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী গোলাম কবীর, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক এ কে এম সাহাবুদ্দিন আহমেদ।
আলোচনা সভায় অতিথিরা আন্তর্জাতিক অভিবাসী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।
পরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে প্রবাসী কর্মীদের ২১ জন মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি (এসএসসি) প্রদান করা হয়।
পাশাপাশি বরিশাল জেলায় ২ জন রেমিট্যান্স প্রদানকারীকে সম্মাননা প্রদান করা হয়। এরা হলেন- বরিশাল নগরের বাসিন্দা ও আমেরিকার প্রবাসী মেরি মৃধা ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা ও সৌদি প্রবাসী আল আমিন গাজী।
এছাড়া সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী ব্যাংক হিসেব ইসলামী ব্যাংক বরিশাল শাখার পক্ষে ভাইস প্রেসিডেন্ট মো. নুরুজ্জামান সন্মাননা গ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
এসএম/এসএ