ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিক্ষামন্ত্রীর সঙ্গে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির ভিসির সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
শিক্ষামন্ত্রীর সঙ্গে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির ভিসির সাক্ষাৎ

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেছেন।  

শনিবার (১৭ ডিসেম্বর) রাতে শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে সাক্ষাৎ করেন বলে ইউনিভার্সিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

এ সময় মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত বিশেষায়িত এ বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।