ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ের সড়কে প্রাণ গেল ওষুধ কোম্পানির প্রতিনিধির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
ঠাকুরগাঁওয়ের সড়কে প্রাণ গেল ওষুধ কোম্পানির প্রতিনিধির

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে বিআরটিসি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রেজালুল হোসেন (৩০) নামের এক তরুণ নিহত হয়েছেন। তিনি একটি ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ।

 

রোববার (১৮ ডিসেম্বর) রাতে বোর্ড অফিস নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজওয়ান হোসেন নওগাঁ জেলায় ধামুর হাই থানার ভাতকুন্ডু গ্রামের আমির উদ্দিনের ছেলে।

স্থানীয় লোকজন জানায়, বিআরটিসি বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রেজালুল হোসেনের মৃত্যু হয়। পরে লোকজন ফায়ার সার্ভিসের খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে নিহত রেজওয়ানকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে আসেন।  

নিহত রেজওয়ান ঠাকুরগাঁও অ্যারিস্টো ফার্মাসিটিক্যালস কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসাবে কর্মরত ছিলেন।

ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।