ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

ঢাবিজুড়ে মেসি-ধ্বনি, বাঁধভাঙ্গা উল্লাস সমর্থকদের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
ঢাবিজুড়ে মেসি-ধ্বনি, বাঁধভাঙ্গা উল্লাস সমর্থকদের

ঢাবি: ফিফা বিশ্বকাপ-২০২২ চ্যাম্পিয়ন হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাঁধভাঙা উল্লাস করেছে আর্জেন্টাইন সমর্থকরা।

রোববার (১৮ ডিসেম্বর) রাতে টাইব্রেকারে জয় নিশ্চিত হওয়ার পর মুহূর্তেই মেসি-ধ্বনি সহকারে উল্লাসে ফেটে পড়ে সমর্থকরা।

 

সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মুহসীন হলের মাঠ সন্ধ্যার পর থেকে ফুটবলপ্রেমীদের আগমণে পরিপূর্ণ হয়ে ওঠে। খেলার শেষ বাজি বাজতেই প্রতিটি হল থেকে আর্জেন্টাইন সমর্থকরা পতাকা হাতে জার্সি গায়ে মিছিল নিয়ে বের হয়। তাদের সবার মুখে শুধুই মেসির নাম। মেসি মেসি স্লোগানে পুরো ক্যাম্পাস কাঁপিয়ে তুলছেন।

জয়ের আনন্দে মাতোয়ারা আর্জেন্টিনার সমর্থক রাসেল হোসাইন বাংলানিউজকে বলেন, মেসির হৃদয় অনেকবার ভেঙ্গেছে। এটা শেষ বিশ্বকাপ এবং শেষ ম্যাচ। কঠিন প্রতিদ্বন্দ্বিতা হলেও শেষ পর্যন্ত মেসির জয় হলো। খুবই ভালো লাগছে।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী খালিদ হাসান বাংলানিউজকে বলেন, প্রথমার্ধে আর্জেন্টিনা যেভাবে খেলেছে, আমরা তখন‌ই নিশ্চিত হয়ে গিয়েছিলাম আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। তবে ফ্রান্স শক্তিশালী প্রতিপক্ষ ছিলো। খেলাটা মোটেও সহজ ছিলো না। তবুও আমরা করে দেখিয়েছি।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
এসকেবি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।