ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

ফেন্সিডিল পাচার করছিল ১১ বছরের শিশু!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
ফেন্সিডিল পাচার করছিল ১১ বছরের শিশু!

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ফেন্সিডিল পাচারের দায়ে সবুজ ইসলাম নামে ১১ বছর বয়সী এক শিশুকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।  

এ সময় ১৪৪ বোতল ফেন্সিডিলসহ সাব্বির হোসেন (২২) নামে এক যুবককেও আটক করা হয়।

ঠাকুরগাঁও জেলার মারাধার গ্রামের মৃত শাহিনের ছেলে মো. সবুজ ইসলাম (১১)। আর সাব্বির হোসেন একই গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।  

রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের বিপরীত পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) মো. আবুল হাসেম সবুজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের বিপরীত পাশে মহাসড়কে অভিযান চালিয়ে ১৪৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অপর এক অভিযানে সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া মহল্লা থেকে ২৭ বোতল ফেন্সিডিল ও ৪ পিস ইয়াবাসহ মো. মাহমুদুল হক মামুন (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘন্টা, ডিসেম্বর ১৯, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।