ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লালমাইয়ে লরিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
লালমাইয়ে লরিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত প্রতীকী ছবি

কুমিল্লা: কুমিল্লার লালমাই উপজেলার ফয়েজগঞ্জ এলাকায় লরিচাপায় মো. স্বপন (৩৭) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক আরোহী।



বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বপন একই জেলার সদর দক্ষিণ উপজেলার কাশিপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

লালমাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম ভূঁইয়া জানান, ফয়েজগঞ্জ এলাকায় দুইজন আরোহীসহ একটি মোটরসাইকেলকে চাপায় দেয় একটি লরি। এতে আরোহী স্বপন ঘটনাস্থলে নিহত ও অন্যজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে কুমিল্লা নগরীর একটি হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় নিহত স্বপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক লরিটি জব্দসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।