ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন

যশোর: যশোরে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এরফান ফরাজী (২৮) নামে এক যুবক খুন হয়েছেন।  

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে শহরের কারবালা ধোপাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এরফান ওই এলাকার রফিকুল ইসলাম ফরাজীর ছেলে। তিনি বাবার মুদিদোকানে কাজ করতেন।  

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে এরফান কারবালা কবরস্থনের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় তিনজন দূর্বৃত্ত এরফানের বুকে ছুরিকাঘাত মেরে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মূলত বুকে ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।  

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, কী কারণে কারা তাকে হত্যা করেছে এ মুহূর্তে বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, নারী ঘঠিত কোনো কারণ থাকতে পারে। এ ঘটনায় পুলিশের একাধিক টিম অভিযানে আছে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
ইউজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।