ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

গাজীপুর: গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রীসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে।

 

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা ও সকালে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটেছে।  

নিহতরা হলেন- নেত্রকোনার কেন্দুয়া থানা এলাকার মো. সাদেক মিয়া (৬৫) এবং গাজীপুর সদর উপজেলার মনিপুর উত্তরপাড়া এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে নাজমুল আলম রনি (২৬)।  

আহত হলেন- নেত্রকোনার কেন্দুয়া থানা এলাকার মো. হুমায়ুন মিয়া (৩৫) এবং অন্য এক যুবকের পরিচয় পাওয়া যায়নি।  

গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো.  মোশারফ হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় মেয়ের ভাড়া বাসায় বেড়াতে যান সাদেক মিয়া। তার মেয়ে পোশাক শ্রমিক। বেড়ানো শেষে বাড়ি যাওয়ার জন্য ব্যাটারিচালিত অটোরিকশায় সালনা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন তিনি। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কনকর্ড গার্মেন্টের সামনে পৌঁছালে পেছন থেকে একটি মাইক্রোবাস সামনের পিকআপকে ধাক্কা দেয়। পরে পিকআপ চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার তিন যাত্রী সড়কের উপর পড়ে যায়। এসময় পিকআপটি সাদেক মিয়াকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাদেক মিয়া। এ ঘটনায় অটোরিকশায় থাকা হুমায়নসহ দুই যাত্রী আহত হয়।  

এদিকে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, শুক্রবার সকালে বাসা থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় যাচ্ছিল নাজমুল আলম। একপর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক রোডে ব্যাটারিচালিত অটোরিকশা ও তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে নাজমুল আলম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২ 
আরএস/এসএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।