ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিষেধাজ্ঞা অমান্য, সুন্দরবনে দুই জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
নিষেধাজ্ঞা অমান্য, সুন্দরবনে দুই জেলে আটক -ফাইল ছবি

সাতক্ষীরা: নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইঞ্জিন চালিত নৌকা (ট্রলার) নিয়ে সুন্দরবনে প্রবেশ করায় দুই জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। এ সময় দুই ইঞ্জিন বিশিষ্ট বিশাল আকারের একটি ট্রলার জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দাবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাগেরহাটের রামপাল থানার শ্রীফলতলা গ্রামের শফিকুল ইসলাম ও রাসেল হোসেন।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসেন জানান, সুন্দরবনে ইঞ্জিন চালিত নৌকা বা ট্রলার নিয়ে প্রবেশের অনুমতি নেই। মাছ পরিবহনের কাজে ব্যবহৃত ট্রলার নিয়ে প্রবেশ করায় তাদের আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে বন আইনের সিআর মামলায় ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা ডিসেম্বর ২৪, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।