ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে ট্রলির ধাক্কায় ২ বাইকার নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
দৌলতপুরে ট্রলির ধাক্কায় ২ বাইকার নিহত  প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।  

শনিবার (২৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শ্যামনগর গ্রামের ভিকু মণ্ডলের ছেলে ইরফান (৩৪) ও পাশের মৌবাড়ীয়া গ্রামের জামাল মণ্ডলের ছেলে আশিক (২৪)।  

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১০টার দিকে শ্যামনগর বাজারের সামনে দিয়ে ইরফান ও আশিক মোটরসাইকেলে করে বাড়ির ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা ট্রলির ধাক্কায় গুরুতর আহত হন তারা। এ অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দু’জনেরই মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ট্রলিটি জব্দ করা হলেও তার চালক পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।