ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মতলবে আগ্নেয়াস্ত্রসহ ১৩ ডাকাত সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
মতলবে আগ্নেয়াস্ত্রসহ ১৩ ডাকাত সদস্য আটক

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের মেঘনা নদী থেকে আগ্নেয়াস্ত্রসহ ১৩ ডাকাত সদস্যকে আটক করেছে নৌ পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়।

এসময় ডাকাত সদস্যদের কাছ থেকে একটি পাইপ গান ও বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র এবং মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

আটক ডাকাত সদস্যরা হলেন-মুন্সীগঞ্জ জেলার সাব্বির মিঝি (২৩), মহিউদ্দিন সরকার (৪১), আল-আমিন (২০), মো. ইমরান (২২), ফিরোজ মিজি (২৬), জীবন বেপারী (২০), মো. আনোয়ার হোসেন (২৪), মো. জহিরুল ইসলাম (২৭), মতলব উত্তর উপজেলার মো. আক্তার হোসেন (২২), মুন্সীগঞ্জ জেলার মো. শাহিন মিয়া (২০), সুজন বেপারী (২৭), মতলব উত্তর উপজেলার কাশেম বেপারী (২৪) ও একই উপজেলার মো. সালাহ উদ্দিন (২৮)।

মতলব উত্তর উপজেলার মোহনপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, একদল ডাকাত মেঘনা নদীতে নৌ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে নৌ পুলিশের একটি দল নদীতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র ও মোবাইল ফোনসহ ১৩ ডাকাতকে আটক করা হয়। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের নামে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।