ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রেলক্রসিংয়ে মিললো যুবকের খণ্ডিত মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
রেলক্রসিংয়ে মিললো যুবকের খণ্ডিত মরদেহ

সিলেট: সিলেটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) সকালে নগরের শিববাড়ি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

এসময় রেলক্রসিংয়ে পড়ে ছিল তার বিচ্ছিন্ন মরদেহ।

স্থানীয়রা জানান, সকালে শিববাড়ি বাজার সংলগ্ন রেললাইনে যুবকের খণ্ডিত মরদেহ দেখতে পেয়ে রেলক্রসিংয়ের গেটকিপারকে জানান স্থানীয়রা। তিনি রেলওয়ে পুলিশকে ঘটনাটি অবহিত করেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ওই যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সকালে ঢাকাগামী কালনী এক্সপ্রেসের ধাক্কায় যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে।

নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে জানিয়ে ওসি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এনইউ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।