ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডাসারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
ডাসারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুর: মাদারীপুর জেলার ডাসারে পানিতে ডুবে তাহসিন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত তাহসিন একই এলাকার জাফর তালুকদারের ছেলে।

জানা গেছে, সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে তলিয়ে যায় তাহসিন। শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি করে পরিবার।  একপর্যায়ে ডোবায় খুঁজতে গিয়ে পানির মধ্য থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।  
সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।  

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. শিহাব চৌধুরী জানান, শিশুটিকে হাসপাতালে আনার অনেক আগেই মৃত্যু হয়। দীর্ঘ সময় পানিতে ডুবে থাকায় শিশুটির মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।