ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
রাজধানীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় মনি আক্তার (৩০) নামে এক নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহতের আত্মীয়-স্বজনের দাবি, কৃমিনাশক পান করেন তিনি।

রোববার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত মনি আক্তারের স্বামীর নাম আল আমিন। নিউমার্কেটে একটি দোকানে কাজ করেন তিনি।

নিহতের ননদ সিমা আক্তার জানান, মনির বাবার বাড়ি নারায়ণগঞ্জ রূপগঞ্জের ঝাউলাহাটি চৌরাস্তায়। কামরাঙ্গীরচরে স্বামী আল আমিনের বাড়িতেই থাকতেন তিনি।

সিমা আক্তার জানান, তারা গতকাল (শনিবার) রূপগঞ্জে মনির বাবার বাড়ি বেড়ানো শেষ করে কামরাঙ্গীরচরের বাসায় ফেরেন। তখন থেকেই মন খারাপ ছিলো তার। আজ সকালে আল আমিন বাসা থেকে দোকানে কাজে চলে যান। এরপর একমাত্র মেয়েকে নিয়ে মনি এলাকার ওষুধের দোকান থেকে কোনো এক ওষুধ কিনে এনে সেবন করেন। তখন তিনি তাকে (ননদ) জানান, সেটি কৃমিনাশক ওষুধ। এরপরই বমি করতে শুরু করেন মনি। অবস্থার অবনতি দেখে তিনি নিজেই মনিকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মনি আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এজেডএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।