ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৮ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৮ 

ঢাকা: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টা থেকে রোববার (২৫ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন বাংলানিউজকে জানান, আসামিদের কাছ থেকে ১ হাজার ৯৫১ ইয়াবা, ৩৮ গ্রাম হেরোইন, ২৭৬ বোতল ফেনসিডিল, ৫ দশমিক ২৫০ মিলি লিটার দেশি মদ ও ২৫ কেজি ৬৯০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এমএমআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।