ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ১৮ মামলার পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
দিনাজপুরে ১৮ মামলার পলাতক আসামি গ্রেফতার

দিনাজপুর: দিনাজপুরে ফজলুর রহমান (৪৭) নামে ১৮টি ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতারের করেছে বিরল থানা পুলিশ।  

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে আদালতে তাকে সোপর্দ করা হয়।

 

শনিবার (২৪ ডিসেম্বর) রাতে তাকে ঢাকার মিরপুর থেকে বিরল ও  স্থানীয় কাফরুল থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার ফজলুর রহমান জেলার বিরল উপজেলার আকরগ্রামের বাসিন্দা আব্দুল বাছেদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামি ফজলুর রহমানকে ঢাকার মিরপুর থেকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। রোববার সকালে তাকে বিরল থানায় হাজির করা হয়। আইনী প্রক্রিয়া শেষে তাকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।  

তিনি আরও বলেন, ফজলুর রহমান প্রায় ৮-১০ বছর পলাতক ছিল। তার বিরুদ্ধে ১৮টি মামলা আছে যার মধ্যে বিভিন্ন মেয়াদে সাজা তিনটির, সিআর-১৪টি ও জিআর-একটি। এছাড়াও তার বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালি থানাতেও একটি সাজা ও তিনটি সাধারণ ওয়ারেন্ট মূলতবী আছে বলে আমরা জানতে পেরেছি।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।