ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

বিপুল মাদকসহ ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
বিপুল মাদকসহ ব্যবসায়ী আটক

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১৭৮ বোতল ফেনসিডিল, ২০ কেজি গাঁজা ও দুই বোতল বিদেশি মদসহ ইছহাক (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

রোববার (২৫ ডিসেম্বর) যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

র‍্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান, দনিয়া এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের ১৭৮ বোতল ফেনসিডিল, ২০ কেজি গাঁজা ও দুই বোতল বিদেশি মদসহ ইছহাককে আটক করা হয়।

আটক ইছহাক একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি সোয়েব।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
পিএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।