ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিংড়ায় বাসচাপায় ভ্যানচালক নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
সিংড়ায় বাসচাপায় ভ্যানচালক নিহত 

নাটোর: নাটোরের সিংড়ায় বাসের চাপায় বিপ্লব সরকার (২০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।  

রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার নাটোর বগুড়া মহাসড়কের বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব সরকার সিংড়া উপজেলার শেরকুল আগপাড়া গ্রামের মো. আশরাফুল সরকারের ছেলে।  

হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়িতে কর্মরত সার্জেন্ট জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রোববার সন্ধ্যার দিকে বন্দর এলাকায় বিপ্লব সরকার ভ্যান চালিয়ে গ্রামীণ সড়ক থেকে নাটোর- বগুড়া মহাসড়কে উঠছিল। এ সময় নাটোর থেকে বগুড়াগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।