ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ইজিবাইককে মিনিট্রাক ধাক্কা দিলে রবিউল মাতুব্বর (৩০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হন ইজিবাইক চালক সিরাজুল ইসলাম (৩০)।

 

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বগাইল টোলপ্লাজার পাশে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত রবিউল মাদারীপুরের শিবচর উপজেলার চরসামাইল গ্রামের সালাম মাতুব্বরের ছেলে। আহত ইজিবাইক চালক সিরাজুল একই এলাকার দেরাস উদ্দিন খালাসীর ছেলে বলে জানা যায়।  

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আল মাহমুদ বাংলানিউজকে বলেন, একটি মিনিট্রাক ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নিহত হন। এ সময় অপর আরেকজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।