ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কলমাকান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
কলমাকান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দায় সড়ক দুর্ঘটনায় মো. আইনাল হক (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার নাজিরপুর গজারমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত আইনাল ময়মনসিংহ জেলার ত্রিশালের চুরখাই মড়লবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি দুর্গাপুর কুল্লাগড়া ইউনিয়নে একটি ব্যাংকে এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।  

জানা গেছে, সকালে মোটরসাইকেল নিয়ে কলমাকান্দা থেকে দুর্গাপুরে যাচ্ছিলেন আইনাল। পথে নাজিরপুর ইউনিয়নের রহিমপুর গজারমারী এলাকায় এলে কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আরোহী আইনালের মৃত্যু হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘাতক কাভার্ডভ্যান জব্দসহ চালককে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।